ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।

৭ সেপ্টেম্বর বিকেলে ইসলামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার খেলা ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিনে খেলায় উপজেলার সদর ইউনিয়ন, পাথর্শী ইউনিয়ন, চিনাডুলী ইউনিয়নসহ চারটি দল অংশ নেয়।

এ সময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad