বকশীগঞ্জে এসএসসি ২০০৯ ব্যাচের নবগঠিত কমিটির পরিচিতি সভা

এসএসসি ২০০৯ ব্যাচের নবগঠিত কমিটির পরিচিতি সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘বন্ধৃত্ব অমূল্য সম্পদ, অটুট থাকুক আজীবন’ স্লোগানে বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৯ ব্যাচের কমিটি গঠন করা হয়েছে। ২৮ আগস্ট সন্ধ্যায় এন এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত এ কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. মারুফ হোসেন।

কমিটির সাধারণ সম্পাদক মো রিয়াজ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ২০০৯ ব্যাচের উপদেষ্টা ও শহীদ তিতুমীর কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিরাজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক এ এইচ লালন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, এসএসসি ২০০৯ ব্যাচের উপদেষ্টা মন্ডলীর সদস্য জোবায়েত হোসেন জীবন, মির্জা নাইম, মাজহারুল ইসলাম রানা, ইস্রাফিল হোসেন বুলবুল, মাহমুদ হাসান মিলন ও পনির মিয়া ।

এসএসসি ২০০৯ ব্যাচের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

এ ছাড়া অনুষ্ঠানে এসএসসি ২০০৯ ব্যাচের সহসভাপতি মো. রাজু আহমেদ, আতাউর রহমান আলম, যুগ্মসাধারণ সম্পাদক সৌরভ সাহা, আল আরিফ, অর্থ সম্পাদক মনির তরফদার, সদস্য এইচ এম মাইনুল ইসলামসহ ওই ব্যাচের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন কমিটির সদস্য ওয়ারেছ আলী এবং গীতা পাঠ করেন উপদেষ্টা প্রতীক সাহা।

আগামিতে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার দৃঢ প্রত্যয় করেন কমিটির নেতৃবৃন্দ।