জামালপুরে লাইসেন্সবিহীন ১৬জন মোটরসাইকেল চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ১৬জন চালককে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ আগস্ট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী আকাশ কুমার কুণ্ডু ১৯ আগস্ট জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় তিনি লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে ১৬জন চালককে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ ১৩৮ ধারার অপরাধের জন্য ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

বিআরটিএ জামালপুরের একজন পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।