জামালপুরে ড্রাইভিং লাইসেন্সবিহীন তিনজন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ৩১ জুলাই দুপুরে জামালপুর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় অভিযান চালান। এ সময় তিনি লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে তিনজন চালককে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ ১৩৮ ধারার অপরাধের জন্য ১ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানায় দণ্ডিত গাড়িচালকরা হলেন ইসলামপুর উপজেলার ইসলামপুর গ্রামের ইসমাইলের ছেলে স্বপন, মোজাআটা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. নয়ন ও মেলান্দহ উপজেলার আমবারিয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মো. নিটন।

বিআরটিএ জামালপুরের একজন পরিদর্শক ও জামালপুর সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।