
নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
প্রথমআলো জামালপুর বন্ধুসভার বন্ধুরা ১৮ জুলাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজ ও সরকারি শিশু পরিবার (এতিমখানা)প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেছে। পাশাপাশি তারা ফুলবাড়িয়া কলিমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করেছে।
জামালপুর বন্ধুসভার সভাপতি সেরাজুম মনিরা জায়ানা, সহসভাপতি মেহেদী ফকরুল হাসান সৌরভ, সাধারণ সম্পাদক এস এম সিফাত আবদুল্লাহ্, উপসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান শাওন, সাহিত্য সম্পাদক শারমিন বিথী, প্রচার সম্পাদক মোহাইমিনুল ইসলাম আকাশ, ক্রীড়া সম্পাদক তৌকির আহমেদ, সদস্য শাকিল, সেতু, মিম, জিহাদ, হেলাল ও মাহিদ এ কর্মসূচিতে অংশ নেন।