জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গুসহ অন্যান্য রোগীদের মাঝে ফল সামগ্রী এবং অসহায় রোগীদের হাতে নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান। ১৯ অক্টোবর, রবিবার দুপুরে নিজ উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এ সময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক মিল্লাত সরকার, ছাত্রদলকর্মী হাবিব, কাজী রিয়াদ মাহমুদ, আবু বক্কর সিদ্দিক, লাবলু মিয়াসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা শতাধিক রোগীর মাঝে ফল সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি অসহায় রোগীদের ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে। অসহায় ও দু:স্থ মানুষের পাশে থাকার এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।