জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের হাত থেকে জাতি আজ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে।
১৭ অক্টোবর, শুক্রবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার বড়পর্দায় প্রদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম তালুকদার।
শামীম তালুকদার আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে থেকেও সমগ্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন। দেশ থেকে স্বৈরশাসকের পতন ঘটানোর ভূমিকা রেখেছেন। তারেক রহমানের ৩১ দফা জনগণ গ্রহণ করেছে। জনগণের ভোটে আগামীদিনে বিএনপি সরকার গঠন করলে ন্যায়, নীতি ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনয়ন ভাবনা, সরকার গঠন ও দেশ পরিচালনায় সুস্পষ্ট ধারণা সম্পর্কে জানা জরুরি। বিবিসি বাংলায় তিনি যে সাক্ষাতকার দিয়েছেন তা গুরুত্বপূর্ণ বিধায় সবার জ্ঞাতার্থে এটি প্রদশর্নের উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষ অংশ নিয়ে বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকার বড়পর্দায় দেখেন।