জামালপুরের বকশীগঞ্জে ‘ পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও’ স্লোগান নিয়ে ব্র্যাকের স্বপ্নসারথি দলের গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর, সোমবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।
গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সনদপত্র বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেল্প কর্মকর্তা দেলোয়ার হোসেন, স্বপ্ন সারথি দলের সদস্য আফসানা আইরিন, সাথী আক্তার, রথি আক্তার ও সুপ্তি আক্তার প্রমুখ।
বাল্যবিয়ের বাঁধা অতিক্রম করে ১৮ বছর পার করার জন্য তাদেরকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাত থেকে উপহারস্বরূপ ফুল, সনদপত্র ও স্মারক মগ উপহার দেওয়া হয়।