৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে জামালপুর সদর উপজেলার পক্ষে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলায় জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা টাইব্রেকারে ৪-২ গোলে বকশীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করেছে। ১৩ অক্টোবর, সোমবার বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা হয়।
জামালপুর সদর উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা দলের মধ্যে এই ফাইনাল খেলা শুরু হয় বিকাল ৪টায়। নির্ধারিত ৫০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে বকশীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করেছে জামালপুর জেলা দল। এর আগে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল জামালপুর পৌরসভা ও সদর উপজেলা পর্যায়েও অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলমের সভাপতিত্বে অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউর রহমান।
আগামী ১৫ অক্টোবর বিভাগীয় পর্যায়ে খেলায় জামালপুর জেলা দলের হয়ে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় শেরপুর জেলা দলের সাথে খেলার সূচি রয়েছে।