জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে কৃষক বাদল মন্ডল (৫২) মারা গেছেন। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর মন্ডলবাড়ি এলাকার ছমেছ উদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, ২৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটার জন্য যান বাদল মন্ডল। বাঁশঝাড়ে ভেতরে থাকা ভিমরুলের চাকের বিষয়ে জানতেন না তিনি। বাঁশে আঘাত করতেই হঠাৎ আক্রমণ করে ভিমরুল। ভিমরুলের আক্রমণে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চোখের পলকে তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য হুলের দংশন। এতে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে বাদল মন্ডল মারা যান।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন এ ঘটনা প্রসঙ্গে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। ভিমরুলের কামড়ে কৃষক বাদল মন্ডল মারা গেছেন। তিনি একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।