ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালে সরিষাবাড়ীকে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ, মিছিল বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস শরিফপুরে ডাকাতির প্রস্তুতি, বিক্ষুব্ধ জনতার হাতে আটক ৬ মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন ৪ অক্টোবর তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এম. রশিদুজ্জামান মিল্লাত জামালপুর বিসিকে ৫ দিনব্যাপী উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু মেলান্দহে ২০৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্ম জয়ন্তীতে গুরু ভাসান উদযাপিত

জামালপুর : নাট্যকার সেলিম আল দীন স্মরণে ব্রহ্মপুত্র নদে ভাসানো হয় গুরু ভাসান ভেলা। এর আগে হয় গুরু ভাসান যাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

‘হাতের মুঠোয় হাজার বছর, তোমার দেখানো পথে’ এই প্রতিপাদ্য নিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তীতে খোয়াজ খিজিরের বেড়া ভাসান উৎসব গুরু ভাসান অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট, সোমবার রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ অঞ্চলের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার অঙ্গন, জামালপুর এই কর্মসূচির আয়োজন করে।

১৮ আগস্ট রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমানের নেতৃত্বে গুরু ভাসান যাত্রা শুরু হয়। হাতে মোম প্রজ্জ্বলন করে গান গেয়ে ভাসান যাত্রায় সবাই অংশ নেন নাট্যকর্মীরা। গুরু ভাসান যাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমান। তিনি বলেন, গুরু ভাসান একটি বিলুপ্ত প্রায় ঐহিত্য। তবে দেশের দক্ষিণাঞ্চল ও হাওর অঞ্চলে এটি এখনও প্রচলিত রয়েছে। নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে তার স্মরণে ও তাকে শ্রদ্ধা জানাতে দ্বিতীয়বারের মত জামালপুরে গুরু ভাসান আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে গুরু ভাসান কর্মসূচি হাতে নেয়া হবে।

পরে থিয়েটার অঙ্গনের নাট্যকর্মীরা ব্রহ্মপুত্র নদের পানিতে গুরু ভাসান ভেলা ভাসিয়ে দেন।

জনপ্রিয় সংবাদ

ফাইনালে সরিষাবাড়ীকে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্ম জয়ন্তীতে গুরু ভাসান উদযাপিত

আপডেট সময় ০৮:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

‘হাতের মুঠোয় হাজার বছর, তোমার দেখানো পথে’ এই প্রতিপাদ্য নিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তীতে খোয়াজ খিজিরের বেড়া ভাসান উৎসব গুরু ভাসান অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট, সোমবার রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ অঞ্চলের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার অঙ্গন, জামালপুর এই কর্মসূচির আয়োজন করে।

১৮ আগস্ট রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমানের নেতৃত্বে গুরু ভাসান যাত্রা শুরু হয়। হাতে মোম প্রজ্জ্বলন করে গান গেয়ে ভাসান যাত্রায় সবাই অংশ নেন নাট্যকর্মীরা। গুরু ভাসান যাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমান। তিনি বলেন, গুরু ভাসান একটি বিলুপ্ত প্রায় ঐহিত্য। তবে দেশের দক্ষিণাঞ্চল ও হাওর অঞ্চলে এটি এখনও প্রচলিত রয়েছে। নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে তার স্মরণে ও তাকে শ্রদ্ধা জানাতে দ্বিতীয়বারের মত জামালপুরে গুরু ভাসান আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে গুরু ভাসান কর্মসূচি হাতে নেয়া হবে।

পরে থিয়েটার অঙ্গনের নাট্যকর্মীরা ব্রহ্মপুত্র নদের পানিতে গুরু ভাসান ভেলা ভাসিয়ে দেন।