“সবুজে সাজাই বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ১৩ আগস্ট, বুধবার জামালপুরের মেলান্দহ উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঁচ হাজার ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মেলান্দহ উপজেলার টনকি জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট।

চ্যানেল আই ও বাংলালিংক এর সহায়তায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক সাজ্জাদ আনসারী, সাংবাদিক রুহুল আমিন রাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. খন্দকার আবুল হাশেম, প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান, বাংলালিংক মার্কেটিং ডেভেলপমেন্ট কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যবস্থাপক শাহরিয়ার কবির প্রমুখ।
মেলান্দহের টনকি এলাকায় কর্মসূচি শেষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীসহ অন্যান্য কর্মকর্তাগণ মেলান্দহের তারাকান্দী ইসলামীয়া আলিম মাদরাসায় পৌঁছেন। পরে মাদরাসাটির অধ্যক্ষ মো. আব্দুল আজিজ ও মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলামের সহযোগিতায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপেষ্টাবৃন্দ মাদরাসাটির সকল শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।