ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

শেরপুরে তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ

শেরপুর :  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ মওসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এতে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসলিমা খানম নীলু, কৃষক হানিফ উদ্দিন, সেলিম মিয়া, মুখলেছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদেরকে বর্তমানের চেয়ে অন্তত পাঁচগুণ তুলা চাষ বৃদ্ধি করতে হবে। এতে আমাদের বৈদিশিক মূদ্রা যেমন সাশ্রয় হবে তেমনি সুতা তৈরিতে নিজস্ব যোগান বা নির্ভরতা বাড়বে। আমরা কখনোই চাই না যে, আমাদের কোন কৃষক ভাইয়ের একটি ফসল কোনো তথ্য বা জ্ঞানের অভাবে নষ্ট হয়ে যাক। তাই চাষাবাদে কোনো ধরনের সমস্যা তৈরি হলে কৃষক ভাইদের সবসময় প্রান্তিক পর্যায়ে থাকা কৃষি বিভাগের প্রতিনিধির সাথে যোগাযোগ রক্ষা করে সমস্যার সমাধান করতে হবে। আমরা সবসময় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি এবং প্রস্তুত রয়েছি।

শেরপুর : তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, আমরা ১৮ কোটি মানুষ সম্মানিত কৃষক ভাইদের প্রতি কৃতজ্ঞ। কারণ স্বাধীনতার পরে আমরা সাত কোটি বাঙালি ছিলাম, তখন কিন্তু আমাদের খাদ্যের অনেক ঘাটতি ছিল। কিন্তু এখন ১৮ কোটি মানুষ। কোথাও কিন্তু খাদ্যের কোন ঘাটতি নেই। এই ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান কিন্তু আপনাদের মাধ্যমেই একটি সরকার দিচ্ছে। তবে বস্ত্রের চাহিদার জন্য আমাদের কিন্তু আমদানী নির্ভর হতে হচ্ছে। তাই আমদানী নির্ভরতা কমাতে আমাদেরকে তুলা চাষের প্রতি আরো আন্তরিক হতে হবে। এটি কম পরিশ্রমে লাভজনক একটি ফসল হতে পারে চাষী ভাইদের জন্য। আর তুলা চাষে আপনাদেরকে উদ্বুদ্ধ করতেই আজকের এই প্রণোদনা।

আলোচনা শেষে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা চাষের জন্য বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড

শেরপুরে তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ

আপডেট সময় ০৮:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শেরপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ মওসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এতে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসলিমা খানম নীলু, কৃষক হানিফ উদ্দিন, সেলিম মিয়া, মুখলেছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদেরকে বর্তমানের চেয়ে অন্তত পাঁচগুণ তুলা চাষ বৃদ্ধি করতে হবে। এতে আমাদের বৈদিশিক মূদ্রা যেমন সাশ্রয় হবে তেমনি সুতা তৈরিতে নিজস্ব যোগান বা নির্ভরতা বাড়বে। আমরা কখনোই চাই না যে, আমাদের কোন কৃষক ভাইয়ের একটি ফসল কোনো তথ্য বা জ্ঞানের অভাবে নষ্ট হয়ে যাক। তাই চাষাবাদে কোনো ধরনের সমস্যা তৈরি হলে কৃষক ভাইদের সবসময় প্রান্তিক পর্যায়ে থাকা কৃষি বিভাগের প্রতিনিধির সাথে যোগাযোগ রক্ষা করে সমস্যার সমাধান করতে হবে। আমরা সবসময় আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি এবং প্রস্তুত রয়েছি।

শেরপুর : তুলা চাষীদের মধ্যে বিনামূল্যে উপকরণ বিতরণ জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, আমরা ১৮ কোটি মানুষ সম্মানিত কৃষক ভাইদের প্রতি কৃতজ্ঞ। কারণ স্বাধীনতার পরে আমরা সাত কোটি বাঙালি ছিলাম, তখন কিন্তু আমাদের খাদ্যের অনেক ঘাটতি ছিল। কিন্তু এখন ১৮ কোটি মানুষ। কোথাও কিন্তু খাদ্যের কোন ঘাটতি নেই। এই ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান কিন্তু আপনাদের মাধ্যমেই একটি সরকার দিচ্ছে। তবে বস্ত্রের চাহিদার জন্য আমাদের কিন্তু আমদানী নির্ভর হতে হচ্ছে। তাই আমদানী নির্ভরতা কমাতে আমাদেরকে তুলা চাষের প্রতি আরো আন্তরিক হতে হবে। এটি কম পরিশ্রমে লাভজনক একটি ফসল হতে পারে চাষী ভাইদের জন্য। আর তুলা চাষে আপনাদেরকে উদ্বুদ্ধ করতেই আজকের এই প্রণোদনা।

আলোচনা শেষে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা চাষের জন্য বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।