ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে মাদারগঞ্জে বন্যা মোকাবেলায় আগাম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নব্যচর হাই স্কুল এন্ড কলেজ : ১২ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেছে একজন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার  মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা দিলেন জেলা প্রশাসক

জামালপুর জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

জামালাপুর : যুবদল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সারা জেলায় ৩০ মে, শুক্রবার স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোকর‌্যালী, গাছের চারা বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, গরিব ও দু:স্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি নেতা-কর্মীরা। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো শোক পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন নিয়ে বাংলারচিঠিডটকম এর সাংবাদিকদের পাঠানো বিস্তারিত সংবাদ:

জামালপুর থেকে নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর জানান, জামালপুর জেলা যুবদলের উদ্যোগে জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা শোহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। তারেক রহমানকে অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালতে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। অসংখ্য বিএনপি নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছিল। তিনি আরও বলেন, আমরা সমস্ত কিছুর মোকাবেলা করে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় বিএনপির সমর্থন ও অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুখানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতার মসনদ ছেড়ে। আজকে স্বৈরাচারমুক্ত আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আগামীদিনে একটি স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। আগামীদিনে দুর্নীতিমুক্ত, দু:শাসনমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এটাই আমাদের প্রত্যাশা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটনসহ জেলা যুবদলের সকল নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে বিভিন্ন গাছের চারা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

অপরদিকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শহরের সকাল বাজার কালীঘাট এলাকায় শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, সদস্য গোলাম মোস্তফা ফকু, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মিঠু, শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা আমান উল্লাহ আমান, মো. আলমগীরসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষবাড়ী থেকে নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম কিসমত জানান, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ৩০ মে বিকালে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ্জামান, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুসু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু প্রমুখ। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা, রাজনৈতিক প্রজ্ঞা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়া ছিলেন দেশপ্রেমের প্রতীক, যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই করেছেন। এ সময় উপস্থিত নেতারা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জামালপুর : আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি ড. নিলোফার চৌধুরী মনি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর থেকে নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর জানান, শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। ৩০ মে, শুক্রবার জুমার নামাজের আগে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিএনপি, সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপিনেতা শামীম আহমেদ। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ড. নিলোফার চৌধুরী মনি।

বিএনপিনেত্রী নিলোফার চৌধুরী মনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের উন্নতি কী, সেটাই মানুষ চোখে দেখতো না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমাদের থাকতো না। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশকে স্বাধীন করেই তিনি ক্ষান্ত হননি। পরবর্তীতে উনি বাংলাদেশকে আবার ঢেলে সাজিয়েছেন।

তিনি বলেন, একটা স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। হাসিনামুক্ত বাংলাদেশে আমরা কথা বলছি। তারেক রহমানের ভাষায় বলতে চাই এই সরকার আমাদের সরকার। এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এই সরকারের সফলতা আমাদের সফলতা। আমরা চাই এই সরকার সফল হোক। যদি সফল না হয়, সেটার দায় আমাদের না। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যেই হয়, সেজন্য অন্তর্বতীকালীন সরকারকে অনুরোধ করছি। দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। এই দায়িত্বটা আপনাদের না। আমরা চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি চলে যান।

জামালপুর : অসহায় ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপিনেতা শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

সভাপতির বক্তব্যে বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, বর্তমানে যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী । দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের অনুসারী, তাদেরকে যারা অন্তরে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে যদি লালিত করে থাকি। তাহলে অবশ্যই আগামী দিনের বাংলাদেশ অবশ্যই স্বপ্নের বাংলাদেশ হবে।

শামীম আহমেদ বলেন, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি বাংলাদেশকে সারা পৃথিবীতে পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশকে যেভাবে পরিচিত করে তুলেছিলেন। আজ পর্যন্ত কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাংলাদেশকে পররাষ্ট্রনীতির মাধ্যমে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারেন নাই। দেশরত্ন তারেক রহমান এই দেশের ক্রান্তিলগ্নে যেভাবে তিনি রুখে দাঁড়িয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার অনুপ্রেরণায় বাংলাদেশে আজ স্বৈরাচারী শেখ হাসিনামুক্ত হয়েছে। তারেক জিয়া ইতিমধ্যে তার বক্তব্যে বলেছেন, দিল্লী নয়, পিন্ডি নয়, আর কোন দেশ নয়। সবার আগে বাংলাদেশ।

তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে বলেন, জিয়ার সৈনিকেরা আশা করে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আগামী দিনে বিএনপির সরকার গঠনের আগাম সকল রাজনৈতিক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিএনপিনেতা শামীম আহমেদ।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খান। জামালপুর জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান জিলানী প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সদস্য ইতি রানী, বিএনপিনেতা ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নওশাদ হোসেন শাহীন, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মহব্বত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর প্রমুখসহ বিএনপির ও অঙ্গসংঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।পরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এক হাজার ৪০০ জন অসহায় দু:স্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।

বকশীগঞ্জ : উপজেলা ও পৌর বিএনপি শোক র্যালি বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জিএম ফাতিউল হাফিজ বাবু জানান, বকশীগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৩০ মে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০টায় শোক র‌্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি হাসিবুল ইসলাম সনজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশিকুর রহমান তুলন, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফি আলম, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। এছাড়াও শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে প্রতিটি ইউনিয়নে বিএনপির আয়োজনে শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

অপরদিকে বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৩০ মে বিকালে পৌর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আইনজীবী আনিসুজ্জামান গামা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় এ সময় পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, সাবেক যুগ্মআহ্বায়ক মাসুদ বকশী, জহুরুল ইসলাম, আলী আকবর, বেলাল মাস্টার সহ পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক তৌহিদ মেহেদি, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মত আলী, সদস্য সচিব মিজানুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আল মামুন এবং সদস্য সচিব আহমেদ সায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পৌর বিএনপির নেতৃবৃন্দ এ সময় যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

ইসলামপুর : মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর থেকে নিজস্ব প্রতিবেদক লিয়াকত হোসাইন লায়ন জানান, ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ৩০ মে বিকালে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নানা প্রতিবন্ধকতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি উন্মুক্তভাবে পালন করা সম্ভব হয়নি। এবার তা সম্ভব হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। উপজেলা বিএনপি সহ-সভাপতি, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, আশেক মাহমুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী, এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো হেলাল উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুর ডেবিট, ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক সোহাগ খান লোহানী, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্মআহবায়ক জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

দেওয়ানগঞ্জ : বিএনপির উদ্যোগে বের হয় শোক র্যালী। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক তারেক মাহমুদ জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক শোক র‌্যালী বের হয়। পরে সেখানে অন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মনজু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনের সঞ্চালনায় প্রধানর বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ। এছাড়াও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এ কে এম মুসা, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেলসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার

জামালপুর জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট সময় ১২:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে সারা জেলায় ৩০ মে, শুক্রবার স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোকর‌্যালী, গাছের চারা বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, গরিব ও দু:স্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বিএনপি নেতা-কর্মীরা। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো শোক পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন নিয়ে বাংলারচিঠিডটকম এর সাংবাদিকদের পাঠানো বিস্তারিত সংবাদ:

জামালপুর থেকে নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর জানান, জামালপুর জেলা যুবদলের উদ্যোগে জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা শোহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। তারেক রহমানকে অন্যায়ভাবে আজ্ঞাবহ আদালতে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। অসংখ্য বিএনপি নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছিল। তিনি আরও বলেন, আমরা সমস্ত কিছুর মোকাবেলা করে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করেছি। ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় বিএনপির সমর্থন ও অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুখানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ক্ষমতার মসনদ ছেড়ে। আজকে স্বৈরাচারমুক্ত আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আগামীদিনে একটি স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে। আগামীদিনে দুর্নীতিমুক্ত, দু:শাসনমুক্ত একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এটাই আমাদের প্রত্যাশা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটনসহ জেলা যুবদলের সকল নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে বিভিন্ন গাছের চারা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

অপরদিকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শহরের সকাল বাজার কালীঘাট এলাকায় শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, প্রচার সম্পাদক ইমরান হোসেন ইরান, সদস্য গোলাম মোস্তফা ফকু, শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মিঠু, শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা আমান উল্লাহ আমান, মো. আলমগীরসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষবাড়ী থেকে নিজস্ব প্রতিবেদক মমিনুল ইসলাম কিসমত জানান, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ৩০ মে বিকালে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ্জামান, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুসু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু প্রমুখ। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা শহীদ জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা, রাজনৈতিক প্রজ্ঞা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ জিয়া ছিলেন দেশপ্রেমের প্রতীক, যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই করেছেন। এ সময় উপস্থিত নেতারা শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জামালপুর : আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি ড. নিলোফার চৌধুরী মনি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর থেকে নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর জানান, শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। ৩০ মে, শুক্রবার জুমার নামাজের আগে জামালপুর শহরের বকুলতলা মোড়ে বিএনপি, সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপিনেতা শামীম আহমেদ। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ড. নিলোফার চৌধুরী মনি।

বিএনপিনেত্রী নিলোফার চৌধুরী মনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের উন্নতি কী, সেটাই মানুষ চোখে দেখতো না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমাদের থাকতো না। ৫৬ হাজার বর্গমাইলের এই দেশকে স্বাধীন করেই তিনি ক্ষান্ত হননি। পরবর্তীতে উনি বাংলাদেশকে আবার ঢেলে সাজিয়েছেন।

তিনি বলেন, একটা স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। হাসিনামুক্ত বাংলাদেশে আমরা কথা বলছি। তারেক রহমানের ভাষায় বলতে চাই এই সরকার আমাদের সরকার। এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এই সরকারের সফলতা আমাদের সফলতা। আমরা চাই এই সরকার সফল হোক। যদি সফল না হয়, সেটার দায় আমাদের না। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যেই হয়, সেজন্য অন্তর্বতীকালীন সরকারকে অনুরোধ করছি। দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের। এই দায়িত্বটা আপনাদের না। আমরা চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি চলে যান।

জামালপুর : অসহায় ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপিনেতা শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

সভাপতির বক্তব্যে বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, বর্তমানে যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী । দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের অনুসারী, তাদেরকে যারা অন্তরে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে যদি লালিত করে থাকি। তাহলে অবশ্যই আগামী দিনের বাংলাদেশ অবশ্যই স্বপ্নের বাংলাদেশ হবে।

শামীম আহমেদ বলেন, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সংক্ষিপ্ত সময়ের মধ্যে উনি বাংলাদেশকে সারা পৃথিবীতে পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশকে যেভাবে পরিচিত করে তুলেছিলেন। আজ পর্যন্ত কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাংলাদেশকে পররাষ্ট্রনীতির মাধ্যমে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারেন নাই। দেশরত্ন তারেক রহমান এই দেশের ক্রান্তিলগ্নে যেভাবে তিনি রুখে দাঁড়িয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার অনুপ্রেরণায় বাংলাদেশে আজ স্বৈরাচারী শেখ হাসিনামুক্ত হয়েছে। তারেক জিয়া ইতিমধ্যে তার বক্তব্যে বলেছেন, দিল্লী নয়, পিন্ডি নয়, আর কোন দেশ নয়। সবার আগে বাংলাদেশ।

তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে বলেন, জিয়ার সৈনিকেরা আশা করে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আগামী দিনে বিএনপির সরকার গঠনের আগাম সকল রাজনৈতিক কর্মকান্ডে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান বিএনপিনেতা শামীম আহমেদ।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খান। জামালপুর জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান জিলানী প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সদস্য ইতি রানী, বিএনপিনেতা ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নওশাদ হোসেন শাহীন, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মহব্বত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর প্রমুখসহ বিএনপির ও অঙ্গসংঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।পরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এক হাজার ৪০০ জন অসহায় দু:স্থ নারী-পুরুষ ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।

বকশীগঞ্জ : উপজেলা ও পৌর বিএনপি শোক র্যালি বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জিএম ফাতিউল হাফিজ বাবু জানান, বকশীগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৩০ মে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০টায় শোক র‌্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি হাসিবুল ইসলাম সনজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশিকুর রহমান তুলন, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফি আলম, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। এছাড়াও শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে প্রতিটি ইউনিয়নে বিএনপির আয়োজনে শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

অপরদিকে বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ৩০ মে বিকালে পৌর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আইনজীবী আনিসুজ্জামান গামা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় এ সময় পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, সাবেক যুগ্মআহ্বায়ক মাসুদ বকশী, জহুরুল ইসলাম, আলী আকবর, বেলাল মাস্টার সহ পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক তৌহিদ মেহেদি, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মত আলী, সদস্য সচিব মিজানুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আল মামুন এবং সদস্য সচিব আহমেদ সায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পৌর বিএনপির নেতৃবৃন্দ এ সময় যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

ইসলামপুর : মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর থেকে নিজস্ব প্রতিবেদক লিয়াকত হোসাইন লায়ন জানান, ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ৩০ মে বিকালে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নানা প্রতিবন্ধকতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি উন্মুক্তভাবে পালন করা সম্ভব হয়নি। এবার তা সম্ভব হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। উপজেলা বিএনপি সহ-সভাপতি, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, আশেক মাহমুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী, এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো হেলাল উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুর ডেবিট, ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক সোহাগ খান লোহানী, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, সেচ্ছাসেবকদলের সাবেক যুগ্মআহবায়ক জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

দেওয়ানগঞ্জ : বিএনপির উদ্যোগে বের হয় শোক র্যালী। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক তারেক মাহমুদ জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক শোক র‌্যালী বের হয়। পরে সেখানে অন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মনজু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনের সঞ্চালনায় প্রধানর বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ। এছাড়াও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এ কে এম মুসা, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেলসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।