জামালপুরে ২৫, মে রবিবার থেকে জামালপুর জেলার ৯০ জন উদ্যোক্তাদের নিয়ে তাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শিল্পমন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হস্তশিল্প পাটপণ্য, ব্লক বাটিক ও পার্লার- এই তিন বিষয়ে জামালপুর জেলার ৯০ জন নারী-পুরুষকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে ২৯ মে পর্যন্ত। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সনদ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক (গবেষণা) মুহাম্মদ আরিফুজ্জামান। প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের উৎপাদিত পণ্যগুলো প্রচলিত বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার মধ্যে পড়ে। পণ্যের গুণগতমান বজায় রাখার পরও অনেকেই ব্যবসা করতে পারছেন না। তাই আপনার পণ্যটি ভোক্তাকে আকৃষ্ট করতে বা ভোক্তার কাছে নিয়ে যেতে আপনাদের কৌশলগত অনেক কিছু জানতে হবে। এজন্য আপনার পণ্য স্থানীয়, দেশীয় এবং বিদেশে বিপণনে আপনি কিভাবে আপনার ব্যবসায় লাভবান হবেন, সেই বিষয়গুলো নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন।
তিনি আরও বলেন, আপনাদের একজন উদ্যোক্তা হিসাবে জানতে হবে, শিখতে হবে এবং প্রশ্ন বা জিজ্ঞেস করতে হবে। ইচ্ছা না থাকলে কেউ শিখতে পারে না। আপনারা উদ্যোক্তা। সুতরাং সবকিছুই আপনাদের মধ্যে আছে। শুধু জিজ্ঞাসাটাই বাকি আছে। তাই প্রশিক্ষণ চলাকালে জিজ্ঞেস করে করে জেনে নিবেন।
বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক ও ফেমাস কনস্ট্রাকশন ডেভেলপার লিমিটেডের পরিচালক মির্জা মাসুদুর রহমান।

নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক মির্জা মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, সরকার সারাদেশেই শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে নানামুখী প্রশিক্ষণ, ব্যাংক ঋণসহ নানাভাবে সহায়তা করে থাকে। জামালপুর জেলায় হস্তশিল্প, পাটপণ্য ও পার্লারসহ বিভিন্ন উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু তাদের উৎপাদিত পণ্য বা তাদের যেকোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। তাই এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের উৎপাদিত পণ্য বিক্রির কৌশলগত দিক শেখানো হবে।
তিনি আরও বলেন, আপনারা মনোযোগ দিয়ে এই প্রশিক্ষণ সমাপ্ত করবেন। আপনাদের উৎপাদিত পণ্য যাতে দেশি-বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করতে পারে, নাসিবের পক্ষ থেকে আপনাদের সেই সুযোগগুলো সৃষ্টি করে দেওয়া হবে। এই ধরনের প্রশিক্ষণ ছাড়াও দক্ষকর্মী তৈরির জন্য নাসিবের পক্ষ থেকে বিভিন্ন শিল্পপণ্য উৎপাদনের প্রশিক্ষণও আয়োজন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মো. রাজু আহাম্মেদ, উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা রিপন সাহা, গবেষণা কর্মকর্তা নাহিদা সুলতানা রত্না, গবেষণা কর্মকর্তা সৈয়দ জায়েদ উল ইসলাম ও গবেষণা কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।
অনুষ্ঠানের শেষের দিকে অনুষ্ঠানের সভাপতির অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতি হিসাবে সমাপণী বক্তব্য রাখেন নাসিব জেলা শাখার সহ-সভাপতি সাঈদা বেগম শ্যামা। এর আগে নাসিবের পরিচালকবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অথিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।