ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তওহীদভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ জামালপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের মূল্যায়ন হবে : ডক্টর ছামিউল হক সিডসের উদ্যোগে হাত ধোয়া দিবসে বড়দের হাত ধোয়ার কৌশল শেখালো শিশুরা গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন তবুও বহাল তবিয়তে চরপাকেরদহ ইউপির প্যানেল চেয়ারম্যান নিজাম দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে কলেজ শিক্ষকদের কর্মবিরতি ‘এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারো সাথে জোট করবে না’ মাদারগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষে ভোট প্রার্থনা জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
তিন হাজার কোটি টাকার প্রতারণা

মাদারগঞ্জে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

মাদারগঞ্জ : ভুক্তভোগী আমানতকারীরা করেন সড়ক অবরোধ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ভুক্তভোগী আমানতকারী গ্রাহকেরা। ৬ এপ্রিল রবিবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, ৬ এপ্রিল সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকেরা। মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মাদারগঞ্জ : ভুক্তভোগী আমানতকারীদের ঝাড়ু হাতে মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও ভুক্তভোগী আরও কয়েকজন বক্তব্য রাখেন।

এদিকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় ফাতেমা বেগম নামে এক গ্রাহক মারা গেছেন। ফাতেমা বেগমের মৃত্যুতে সমাবেশস্থলে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। আন্দোলনকারী গ্রাহকেরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকেরা।

মাদারগঞ্জ : অর্থ উদ্ধার কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের সড়কটিও তারা অবরোধ করেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তওহীদভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা

তিন হাজার কোটি টাকার প্রতারণা

মাদারগঞ্জে ঝাড়ু মিছিল, সড়ক অবরোধ

আপডেট সময় ০৮:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ভুক্তভোগী আমানতকারী গ্রাহকেরা। ৬ এপ্রিল রবিবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, ৬ এপ্রিল সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকেরা। মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মাদারগঞ্জ : ভুক্তভোগী আমানতকারীদের ঝাড়ু হাতে মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও ভুক্তভোগী আরও কয়েকজন বক্তব্য রাখেন।

এদিকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় ফাতেমা বেগম নামে এক গ্রাহক মারা গেছেন। ফাতেমা বেগমের মৃত্যুতে সমাবেশস্থলে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। আন্দোলনকারী গ্রাহকেরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ সময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকেরা।

মাদারগঞ্জ : অর্থ উদ্ধার কমিটির নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ প্রতিবেদককে বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের সড়কটিও তারা অবরোধ করেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।