বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও পথসভা করেছে জামালপুর ছাত্র অধিকার পরিষদ। ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।
১৭ ফেব্রুয়ারি দুপুরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জামালপুর শহরের গেইটপাড় এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জামালপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’আদ আহামেদ রাজু্, প্রচার সম্পাদক মাসুম মিয়া, জামালপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক শাকিল হাসান, সদস্য সচিব রাকিবুল ইসলাম, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এহসান হাবিব রাহাত ও সাধারণ সম্পাদক মনির হাসান, বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিশির আহাম্মেদ, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুন, মেলান্দহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রিফাত রাহী প্রমুখ।

বক্তারা বলেন, রাজপথ থেকে সংগ্রামের মাধ্যমে উঠে এসেছে ছাত্র অধিকার পরিষদ। ২৪ এর ফ্যাসিস্ট সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এই ছাত্র সংগঠন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪ এর আন্দোলন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ দেশবাসী দেখেছেন।
তারা আরও বলেন, দেশে কোন দুর্নীতিবাজ-চাঁদাবাজ থাকবে না। আমরা লক্ষ্য করছি নতুন করে অনেকেই ফ্যাসিস্টের আচরণ ধারণ করছেন। এই নতুন ফ্যাসিস্টদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ ছাত্র অধিকার পরিষদ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।