জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছেন গণঅধিকার পরিষদের জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তার এ কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা গণহত্যা শুরু করে। যা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোরসরা এখনও প্রকাশ্যে রয়েছেন। তাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় সেখানে যানেটের সৃষ্টি হয়।
পরে গণঅধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন।