জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়ের করা মামলাটি প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে জামালপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
স্মারকলিপি দেওয়া উপলক্ষে ১২ জানুয়ারি রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের সকল কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য, বিভিন্ন সংবাদপত্র, অনলাইন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যায়ল প্রাঙ্গণে সমবেত হন। পরে সেখানে সংক্ষিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী প্রমুখ।

সমাবেশে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, মেলান্দহ উপজেলার উলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপন তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে এবং এই মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহার করা দাবিতে আমরা কয়েকদিন ধরে আন্দোলন, সংগ্রাম করছি। আজকে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হচ্ছে।
পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের অফিস কক্ষে তার কাছে স্মারকলিপি পেশ করা হয়। একই সাথে সেখানে উপস্থিত জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর কাছেও একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের কারণে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এবং তার সকরারের পতন ঘটে। সরকার পতনের পরও শেখ হাসিনার অনুসারী ও মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপন এলাকায় বেশ প্রভাব বিস্তার করে যাচ্ছে। তিনি তার স্ত্রী সামসুন্নাহার সুমাইয়াকে দিয়ে ২৪ ডিসেম্বর মঙ্গলবার জমিসংক্রান্ত বিরোধে হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা সাইদুল ইসলাম শিপন উপজেলার কুলিয়া ইউনিয়নের সিঁড়িঘাট তেঘুরিয়া এলাকার আজিজুল হক বাগুর ছেলে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা সাইদুল ইসলাম শিপন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কয়েম করেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই নেতার ভয়ে এলাকার লোকজন তার অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পাননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগনেতা সাইদুল ইসলাম শিপন তার সকল অপকর্ম ঢাকতে এবং তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাফিজ রায়হান সাদাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।