ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে মাদারগঞ্জে বন্যা মোকাবেলায় আগাম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নব্যচর হাই স্কুল এন্ড কলেজ : ১২ শিক্ষকের ৪ শিক্ষার্থী, পাস করেছে একজন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা তারেক রহমানের দূরদর্শিতায় স্বৈরশাসকের পতন হয়েছে : শামীম তালুকদার  মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন, নগদ টাকা দিলেন জেলা প্রশাসক জামালপুরে ভেজা পাট মজুদকারীদের বিরুদ্ধে অভিযান

জামালপুরে অপরাজেয়-বাংলাদেশের ‘সংযোগ’ প্রকল্পের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

অপরাজেয়-বাংলাদেশের পরামর্শ কর্মশালায় বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না। ছবি : মোস্তফা মনজু

জামালপুরে অপরাজেয়-বাংলাদেশের ‘সংযোগ’ প্রকল্পের ‘যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের জাতীয় সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আর্থিক অনুদানের প্রার্থিতায় অন্তর্ভুক্তকরণ’ বিষয়ে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন উইমেনের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরাজেয়-বাংলাদেশ জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই পরামর্শ কর্মশালার আয়োজন করে।

অপরাজেয়-বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্নার সভাপতিত্বে ও সঞ্চালনায় এই পরামর্শ কর্মশালা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুরুতেই অপরাজেয়-বাংলাদেশের ‘সংযোগ’ প্রকল্পের আওতায় জামালপুরের যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের সামাজিক নিরাপত্তা বলয়ে আনার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অপরাজেয়-বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম।

কর্মশালায় বলা হয়, সংযোগ প্রকল্পের আওতায় জামালপুর যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দান, চিকিৎসা ক্যাম্প করা, তাদেরকে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়ে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আর্থিক অনুদানের প্রার্থিতায় অন্তর্ভুক্ত করা হবে। তাদেরকে মূল স্রোতধারার ব্যাংক হিসাবও খুলে দেওয়া হবে। যৌনপল্লীর ২০ জন মায়ের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে প্রশিক্ষণের জন্য দক্ষতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কোন উদ্যোগ শুরু করার আগে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ২০০ মহিলার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল সহায়তা দেওয়া হবে। প্রতি তিন মাস পরপর যৌনপল্লীতে স্বাস্থ্য শিবিরের আয়োজন ছাড়াও বিশ্ব এইডস ও নারীদিবসসহ সম্পর্কিত দিবস পালন করা হবে। গবেষণায় পাওয়া সুপারিশগুলোর একটি জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী ফোরামসহ সকল পর্যায়ের ব্যক্তি ও সংস্থাগুলোর সাথে সুপারিশগুলো প্রকাশ করা হবে।

অপরাজেয়-বাংলাদেশ আয়োজিত পরামর্শ কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : মোস্তফা মনজু

কর্মশালার মুক্তআলোচনায় অংশ নিয়ে প্রকল্পটি বাস্তাবায়নে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতামূলক বক্তব্য রাখেন জামালপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রুকন উল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা করুণা সিন্ধুর চাকলাদার, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান, জামালপুর শাখা পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রূপালী ব্যাংক কর্মকর্তা কামরুল হাসান, জামালপুর সদর থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, জামালপুর পৌরসভার প্রধান সহকারী মো. রনি হোসেন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া, ব্র্যাক প্রতিনিধি আহমেদ ওমর ফারুক, জেলা লিগ্যাল এইড কার্যালয়ের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ।

যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের জাতীয় সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনার জন্য ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করা, তাদেরকে ব্যাংক হিসাব খোলার বিষয়ে সহযোগিতা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন দক্ষতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণ শেষে আর্থিক অনুদানের প্রার্থিতায় অন্তর্ভুক্ত করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন কর্মশালায় উপস্থিত ব্যাংক কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও লিগ্যাল এইড প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অপরাজেয়-বাংলাদেশের এই সংযোগ প্রকল্প বাস্তবায়নে যার যার অবন্থান থেকে আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

অপরাজেয়-বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না তার সমাপণী বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আমরা যৌনপল্লীর নারীদের এবং তাদের সন্তানদের নিয়ে যে যে কাজ করছি সেইসব কাজকে আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই মিলে সুন্দর একটা রাস্তায় যেতে চাই। আশা করি যে, আপনারদের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা আমাদের কাজগুলোকে আরও সহজ করে দিবে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ

জামালপুরে অপরাজেয়-বাংলাদেশের ‘সংযোগ’ প্রকল্পের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

জামালপুরে অপরাজেয়-বাংলাদেশের ‘সংযোগ’ প্রকল্পের ‘যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের জাতীয় সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আর্থিক অনুদানের প্রার্থিতায় অন্তর্ভুক্তকরণ’ বিষয়ে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন উইমেনের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরাজেয়-বাংলাদেশ জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই পরামর্শ কর্মশালার আয়োজন করে।

অপরাজেয়-বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্নার সভাপতিত্বে ও সঞ্চালনায় এই পরামর্শ কর্মশালা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুরুতেই অপরাজেয়-বাংলাদেশের ‘সংযোগ’ প্রকল্পের আওতায় জামালপুরের যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের সামাজিক নিরাপত্তা বলয়ে আনার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অপরাজেয়-বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম।

কর্মশালায় বলা হয়, সংযোগ প্রকল্পের আওতায় জামালপুর যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দান, চিকিৎসা ক্যাম্প করা, তাদেরকে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়ে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আর্থিক অনুদানের প্রার্থিতায় অন্তর্ভুক্ত করা হবে। তাদেরকে মূল স্রোতধারার ব্যাংক হিসাবও খুলে দেওয়া হবে। যৌনপল্লীর ২০ জন মায়ের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে প্রশিক্ষণের জন্য দক্ষতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের কোন উদ্যোগ শুরু করার আগে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ২০০ মহিলার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল সহায়তা দেওয়া হবে। প্রতি তিন মাস পরপর যৌনপল্লীতে স্বাস্থ্য শিবিরের আয়োজন ছাড়াও বিশ্ব এইডস ও নারীদিবসসহ সম্পর্কিত দিবস পালন করা হবে। গবেষণায় পাওয়া সুপারিশগুলোর একটি জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী ফোরামসহ সকল পর্যায়ের ব্যক্তি ও সংস্থাগুলোর সাথে সুপারিশগুলো প্রকাশ করা হবে।

অপরাজেয়-বাংলাদেশ আয়োজিত পরামর্শ কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : মোস্তফা মনজু

কর্মশালার মুক্তআলোচনায় অংশ নিয়ে প্রকল্পটি বাস্তাবায়নে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতামূলক বক্তব্য রাখেন জামালপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রুকন উল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা করুণা সিন্ধুর চাকলাদার, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান, জামালপুর শাখা পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রূপালী ব্যাংক কর্মকর্তা কামরুল হাসান, জামালপুর সদর থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, জামালপুর পৌরসভার প্রধান সহকারী মো. রনি হোসেন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া, ব্র্যাক প্রতিনিধি আহমেদ ওমর ফারুক, জেলা লিগ্যাল এইড কার্যালয়ের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ও বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু প্রমুখ।

যৌনপল্লীতে অবস্থানরত মায়েদের জাতীয় সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনার জন্য ন্যাশনাল আইডি কার্ডের ব্যবস্থা করা, তাদেরকে ব্যাংক হিসাব খোলার বিষয়ে সহযোগিতা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন দক্ষতা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং প্রশিক্ষণ শেষে আর্থিক অনুদানের প্রার্থিতায় অন্তর্ভুক্ত করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন কর্মশালায় উপস্থিত ব্যাংক কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও লিগ্যাল এইড প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অপরাজেয়-বাংলাদেশের এই সংযোগ প্রকল্প বাস্তবায়নে যার যার অবন্থান থেকে আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

অপরাজেয়-বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না তার সমাপণী বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। আমরা যৌনপল্লীর নারীদের এবং তাদের সন্তানদের নিয়ে যে যে কাজ করছি সেইসব কাজকে আরও কিভাবে এগিয়ে নেয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাই মিলে সুন্দর একটা রাস্তায় যেতে চাই। আশা করি যে, আপনারদের আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা আমাদের কাজগুলোকে আরও সহজ করে দিবে।