ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিডসের উদ্যোগে হাত ধোয়া দিবসে বড়দের হাত ধোয়ার কৌশল শেখালো শিশুরা গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন তবুও বহাল তবিয়তে চরপাকেরদহ ইউপির প্যানেল চেয়ারম্যান নিজাম দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে কলেজ শিক্ষকদের কর্মবিরতি ‘এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারো সাথে জোট করবে না’ মাদারগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষে ভোট প্রার্থনা জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্পন্ন মাদারগঞ্জে সেলাই মেশিন হুইল চেয়ার বিতরণ ফুটবল : তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল জামালপুর জেলায় চ্যাম্পিয়ন

মেলান্দহে কৃষকদলের নেতাকে মারধর, আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

নবিন মিয়া

জামালপুরের মেলান্দহে উপজেলা কৃষকদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলার ঘটনায় নয়ানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মালঞ্চ গাংপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আহত কৃষকদলের নেতা আব্দুল মান্নানের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিনসহ ৩২ জনের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও এই মামলায় নাম পরিচয়হীন আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর সোমবার সকালে বিএনপির প্রচারপত্র বিতরণ করার সময় কৃষকদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে মাথায় গুরুতর আঘাত পান আব্দুল মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আব্দুল মান্নানের মাথায় দুইটি সেলাই দেওয়া হয়।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ প্রতিবেদককে বলেন, কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

সিডসের উদ্যোগে হাত ধোয়া দিবসে বড়দের হাত ধোয়ার কৌশল শেখালো শিশুরা

মেলান্দহে কৃষকদলের নেতাকে মারধর, আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

জামালপুরের মেলান্দহে উপজেলা কৃষকদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলার ঘটনায় নয়ানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মালঞ্চ গাংপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আহত কৃষকদলের নেতা আব্দুল মান্নানের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিনসহ ৩২ জনের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও এই মামলায় নাম পরিচয়হীন আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর সোমবার সকালে বিএনপির প্রচারপত্র বিতরণ করার সময় কৃষকদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে মাথায় গুরুতর আঘাত পান আব্দুল মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আব্দুল মান্নানের মাথায় দুইটি সেলাই দেওয়া হয়।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ প্রতিবেদককে বলেন, কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।