জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো আমরা। সেই কারণে আগামী দিনে বিএনপির ওপর আস্থা ও সমর্থন দিতে হবে। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের গাইড লাইন দিয়েছেন। তারেক রহমান একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হিসাবে ইতিমধ্যে সবার কাছে সমাদৃত। আগামী দিনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের চাহিদা মোতাবেক দেশ পরিচালিত হবে।
২৬ অক্টোবর শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চাপারকোনা মহেশচন্দ্র স্কুল এন্ড কলেজ মাঠে জনসমাবেশে এসব কথা বলেন ফরিদুল কবীর তালুকদার শামীম।
তিনি আরও বলেন, আমরা দুর্নীতি সমর্থন করি না, কাউকে দুর্নীতি করতেও দিবো না। কোনো সন্ত্রাসী কর্মকান্ড দেখতে চা্ই না, কেউ সন্ত্রাসী করতে চাইলে জনগণ নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। দলের মধ্যে কেউ কেউ অপকর্ম করার চেষ্টায় লিপ্ত। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। খারাপ লোক দলে থাকতে পারে না। তাদের দলে থাকতে দেওয়া হবে না। বিএনপির রাজনীতি দলের মধ্যে কোনো সন্ত্রাসী নেই। কেউ সন্ত্রাসী করতে চাইলে তার স্থান বিএনপিতে হবে না।
ফরিদুল কবির তালুকদার শামিম বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর ওপর জেল জুলুম ও নির্যাতন চালিয়েছে। তাদের ভয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে। তাই তারা তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দেশের মধ্যে তাদের লোক দিয়ে সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছিল। তাদের এমপি মন্ত্রীরা দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাচার করেছে। এসব অত্যাচার আর অনিয়মের কারণেই ৫ আগস্টের সৃষ্টি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি। কোনো আলাদা করে দেখার সুযোগ নাই। এই অঞ্চলের মানুষ সব সময়ই আমাদের পাশে ছিলেন। আগামী দিনেও পাশে থাকবেন বলে আশা করি।
তিনি বলেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে। আপনারা যদি সমর্থন দেন প্রতিটি উন্নয়নমূলক কাজ হবে জবাবদিহির মধ্য দিয়ে। শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা। দেশ গড়ার কাজে কাঁধে কাঁধ রেখে সবাই মিলে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ্ আকরাম মোখলেছ পল্লব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল মিয়া প্রমুখ।