
বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্ম দিবস পালন করা হয়েছে। ১৬ আগস্ট শুক্রবার সকালে পাররামরামপুর ইউনিয়ন বিএনপি তারাটিয়া কার্যালয়ে কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব। এতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ব্যবসায়ী ইমদাদুল হক মিলন মন্ডল, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, যুবদলনেতা রাশেদুল ইসলাম মিন্টু, ছাত্রদলের সাবেক সভাপতি লুলু মন্ডল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল বাক্কী, ছাত্রদলের সভাপতি তাছকিন আহাম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক সন্ধান, কৃষকদলের সভাপতি ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফুলতুল ইসলাম ফরিদ, শ্রমিকদলের সভাপতি বাদশা মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি শেখ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কাটার পর বেগম খালেদা জিয়ার জন্ম দিবসে তার দীর্ঘায়ু, সুস্থতা কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















