
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বৈষম্যবিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে সদ্য ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার ও সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাসহ চার দফার দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক আব্দুর রহিম রবিন, আবির সৌরভ, আহসান আবিদ, সাফায়াত তুর্য দিয়া ও মাহি।