
শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরুক্ষা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব তামাকমুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ মো. আলতাব আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 



















