
লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এই আলোকে জামালপুরের ইসলামপুরে সরকারি ভাবে অভ্যান্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ শুরু হয়েছে। ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল আনুষ্ঠানিকভাবে ১৩ মে সকালে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। উপজেলা খাদ্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জানা গেছে, উপজেলায় ৫ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল ও ১ হাজার ৬১৯ মেট্রিক টন ধান ও ১১২ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রায় ধান প্রতি কেজি ৩২ টাকা, চাল প্রতি কেজি ৪৫ টাকা ও গম প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুল আলম তরফদার, উপজেলা কৃষি কমকর্তা এ এল এম রেজুয়ান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, চাল কল মালিক সমিতির সাবেক সভাপতি আমিরুল ইসলাম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।