
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জামালপুর জেলা মৎস্যজীবী দল। ১২ জুলাই দুপুরে জামালপুর শহরের পাঁচরাস্তায় জেলা মৎস্যজীবী দলের কার্যালয়ে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এ কমিটির পত্র হস্থান্তর করেন।
নবগঠিত দেওয়ানগঞ্জ উপজেলা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. লুৎফুল কবির তালুকদারকে ও সদস্য সচিব করা হয়েছে ইব্রাহিম খলিল মন্ডলকে। এছাড়া নয়জন যুগ্ম আহ্বায়কসহ ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।
কমিটি হস্থান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি আব্দুল মালেক, হাবিবুল ইসলাম বুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 


















