ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ভূমি উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত মাদারগঞ্জের কারিমা ও কাশফিয়া জামালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ  বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আরজু, হানিফ সম্পাদক নির্বাচিত পিআর পদ্ধতি শীর্ষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ দেওয়ানগঞ্জে ৪৯৩ জন জেলে পরিবার পেল সহায়তার চাল মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে বিএনপির গাড়ির বহরে সন্ত্রাসী হামলা, ভাংচুর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রয়াত তিন বিএনপিনেতার কবর জিয়ারতের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বিএনপি নেতা-কর্মীদের বহরের একটি প্রাইভেট কারসহ ২৬টি মোটরসাইকেল ভাংচুর করেছে। ১৫ নভেম্বর দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার অভিযোগ করে বলেন, তিনি ১৫ নভেম্বর দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহান মেম্বার ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মেম্বার এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম কেরানি প্রয়াত এই তিন নেতার কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারতের সময় ওই ইউনিয়নের কতিপয় সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের গাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। হামলা করে তারা ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার ও ২৬টি মোটরসাইকেল ভাংচুর করেছে বলে তিনি জানান।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা এই হামলা করেছে বলে সংবাদ সম্মলনে দাবি করে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সাথে ফোনে বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গণির কাছে জানতে চাইলে তিনি ওই হামলার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভূমি উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

সরিষাবাড়ীতে বিএনপির গাড়ির বহরে সন্ত্রাসী হামলা, ভাংচুর

আপডেট সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রয়াত তিন বিএনপিনেতার কবর জিয়ারতের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বিএনপি নেতা-কর্মীদের বহরের একটি প্রাইভেট কারসহ ২৬টি মোটরসাইকেল ভাংচুর করেছে। ১৫ নভেম্বর দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার অভিযোগ করে বলেন, তিনি ১৫ নভেম্বর দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহান মেম্বার ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মেম্বার এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম কেরানি প্রয়াত এই তিন নেতার কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারতের সময় ওই ইউনিয়নের কতিপয় সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের গাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। হামলা করে তারা ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার ও ২৬টি মোটরসাইকেল ভাংচুর করেছে বলে তিনি জানান।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা এই হামলা করেছে বলে সংবাদ সম্মলনে দাবি করে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সাথে ফোনে বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গণির কাছে জানতে চাইলে তিনি ওই হামলার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।