ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ভূমি উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত মাদারগঞ্জের কারিমা ও কাশফিয়া জামালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ  বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আরজু, হানিফ সম্পাদক নির্বাচিত পিআর পদ্ধতি শীর্ষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় জামালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ দেওয়ানগঞ্জে ৪৯৩ জন জেলে পরিবার পেল সহায়তার চাল মাদারগঞ্জে চাঁদা না পেয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন

শেরপুরে আওয়ামী লীগের সম্পাদকের ওপর হোটেল শ্রমিকের সন্ত্রাসী হামলা

হাসপাতালে চিকিৎসাধীন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

হাসপাতালে চিকিৎসাধীন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে এক হোটেল শ্রমিক। ৩১ অক্টোবর রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কের সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত লিটনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী মঞ্জু (৩২) পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতে মোতাহারুল ইসলাম লিটন পৌর শহরের তাঁতিহাটি এলাকার বাসা থেকে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলে আসছিলেন। এ সময় দলীয় কার্যালয় সংলগ্ন সেতুর ওপর এলে রহস্যজনক কারণে হোটেল শ্রমিক মঞ্জু পিছন থেকে রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরই হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে হাসপাতালে দেখতে আসে। পরে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তারিকুল ইসলাম ভাসানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংশ্লিষ্ট থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, হামলাকারীকে আটক ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভূমি উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

শেরপুরে আওয়ামী লীগের সম্পাদকের ওপর হোটেল শ্রমিকের সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
হাসপাতালে চিকিৎসাধীন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে এক হোটেল শ্রমিক। ৩১ অক্টোবর রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কের সেতুর ওপর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত লিটনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী মঞ্জু (৩২) পৌরশহরের পূর্ব চককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতে মোতাহারুল ইসলাম লিটন পৌর শহরের তাঁতিহাটি এলাকার বাসা থেকে দলীয় কার্যালয়ে মোটরসাইকেলে আসছিলেন। এ সময় দলীয় কার্যালয় সংলগ্ন সেতুর ওপর এলে রহস্যজনক কারণে হোটেল শ্রমিক মঞ্জু পিছন থেকে রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরই হামলাকারী মঞ্জুকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে হাসপাতালে দেখতে আসে। পরে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তারিকুল ইসলাম ভাসানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংশ্লিষ্ট থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, হামলাকারীকে আটক ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।