ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ জামালপুরে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার দাবি শিক্ষার্থীদের, ডিসি স্মারকলিপি নেননি জামালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি করতে হলে তারেক জিয়ার নামেই স্লোগান দিতে হবে : বিএনপিনেতা শামীম আহমেদ শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা সরিষাবাড়ীতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জামালপুরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সালাম জানান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সালাম জানান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলী (৭০) আর নেই। ৪ সেপ্টেম্বর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। ৫ সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নকলা উপজেলার মৃত রফিজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী খন্দকার মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। ৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ৫ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে তার মরদেহ জামালপুর শহরের কাছারিপাড়ায় নিজ বাসায় নিয়ে যায় স্বজনরা। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

৫ সেপ্টেম্বর দুপুরে জোহর নামাজের পর স্থানীয় চামড়াগুদাম এলাকায় আল জামিয়াতুল হাফিজিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে জানাজা নামাজের আগে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, পুলিশ পরিদর্শক মো. রাশেদুল হাসান রাশেদ ও জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন।

সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী মো. সিরাজুল হক, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত আলী ফকিরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর জানাজায় অংশ নেন। পরে জামালপুর পৌর কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি

জামালপুরের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট সময় ০৭:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সালাম জানান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আলী (৭০) আর নেই। ৪ সেপ্টেম্বর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। ৫ সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নকলা উপজেলার মৃত রফিজ উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী খন্দকার মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। ৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ৫ সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে তার মরদেহ জামালপুর শহরের কাছারিপাড়ায় নিজ বাসায় নিয়ে যায় স্বজনরা। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

৫ সেপ্টেম্বর দুপুরে জোহর নামাজের পর স্থানীয় চামড়াগুদাম এলাকায় আল জামিয়াতুল হাফিজিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে জানাজা নামাজের আগে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, পুলিশ পরিদর্শক মো. রাশেদুল হাসান রাশেদ ও জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন।

সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী মো. সিরাজুল হক, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত আলী ফকিরসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর জানাজায় অংশ নেন। পরে জামালপুর পৌর কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন করা হয়।