
শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা পুলিশ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি কর্মশালা করেছে। ৪ ডিসেম্বর সকালে নকলা থানা পুলিশের আয়োজনে শাহরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, নকলা মডেল স্কুলের শিক্ষক ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।