জামালপুর শহর বিএনপির আওতাধীন পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড (পূর্ব) শাখার উদ্যােগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর, সোমাবর রাতে জামালপুর পৌরসভার মাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লার সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র।গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বারবার জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করে আজকে বিএনপি জনগণের কাছে সবচেয়ে প্রিয় ও শক্তিশালী দলে পরিনত হয়েছে। যে গণতন্ত্রের স্বপ্ন দেখে মানুষ জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছিল।
তিনি আরও বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের শাসন আমলে ও স্বৈরাচার এরশাদের শাসন আমলে এবং সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার গত ১৭ বছরের দু:শাসনের আমলে এই গণতন্ত্রকে বিপন্ন করে স্বৈরাতন্ত্র কায়েম করা হয়েছিল। বারবার এই বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধারে এই বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিএনপি। এই সংগ্রাম করতে করতে আজকে বিএনপি জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আইনজীবী মো. ফজলুল হক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান প্রমুখ।
কর্মী সমাবেশে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















