জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজুর আগমন উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে জামালপুর শহরের বিজয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রা মেলান্দহের মালঞ্চ, মেলান্দহ, হাজরাবাড়ী, জটিয়াপাড়া বাজার হয়ে উপজেলার মিলন বাজার, মিয়া বাজার, বালিজুড়ী, জোনাইল ও জোরখালী বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রায় দুই হাজার মোটরসাইকেলে চার হাজারেরও বেশি নেতা-কর্মী অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলার ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু।
ফায়েজুল ইসলাম লানজু বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে নেতা-কর্মীদের এমন ভালবাসা ও সমর্থন পেয়ে সত্যিই অভিভূত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। থাকব ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিজয় হবেই। এই বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাব।
এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফায়েজুল ইসলাম লানজু গত জুন মাসে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত এক ফুটবল খেলায় অংশ নেন। খেলাকালীন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে ইনফেকশন দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসা শেষে গত ১৫ অক্টোবর দেশে ফেরার পর ২৫ অক্টোবরম শনিবার তার নিজ এলাকায় আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















