জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, ধানের শীষে ভোট দিলে, আর যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। রাষ্ট্র পরিচালনার সকল বিষয় ৩১ দফায় উল্লেখ করা হয়েছে।
২৫ অক্টোবর, শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটারা জয়নগর স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম তালুকদার।
শামীম তালুকদার আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ যার যার মত স্বাধীনভাবে চলবে। একজন আরেক জন্যের উপর কোন কর্তৃত্ব করতে পারবে না। সে কারণেই তিনি কারও সাথে আপস করেননি।
তিনি বলেন, গত ১৮ বছর দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসের স্তূপ থেকে এ দেশকে ঘুরে দাঁড়াতে হলে সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবেনা। আগামীতে বিএনপি সরকার গঠন করলে, সকলের মতামত নিয়ে প্রতিটি এলাকায় উন্নয়ন করা হবে। জনগণকে পাশ কাটিয়ে একজায়গায় বসে তালিকা করার দিন শেষে। সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। অর্ধবৃত্ত ও বাড়িঘর করার জন্য রাজনীতি করতে আসলে তাকে ব্যবসায়ী হতে বলেন তিনি।
শামীম তালুকদার বলেন, মসজিদে মসজিদে গিয়ে একটি দল বলছে তাদের দলে না থাকলে বলে বেহেশত পাওয়া যাবে না। এসব বলে বলে মানুষকে বিভিন্ন সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। ঐ দল থেকে সবাইকে সাবধান হতে পরামর্শ দেন তিনি।
ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক অধ্যাপক খায়রুল আলম শ্যামল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















