জামালপুরের ইসলামপুর উপজেলায় শশারিয়াবাড়ী খানপাড়া দাখিল মাদরাসায় ফের গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে সুপার ও আয়া পদে নিয়োগের পায়তারা করার অভিযোগ উঠেছে।
নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য সহকারী শিক্ষককে না জানিয়ে ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব দিয়ে গোপন রেখে নিজেই সকল কার্যক্রম পরিচালনা করায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।
অভিযোগে জানা যায়, উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী খানপাড়া দাখিল মাদরাসায় প্রায় তিন-চার মাস আগে গোপনে তফসিল ঘোষণা করে কৌশলে প্রচার প্রচারণ ছাড়াই ভারপ্রাপ্ত সুপার নাজমুল হাসান আনোয়ার মনমত ম্যানেজিং কমিটি গঠন করে সুপার ও আয়া পদে নিয়োগের পায়তারা করছেন। জমিদাতা, অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বারবার এমন কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পড়েছেনি এলাকাবাসী।
অভিভাবক সামছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক নিয়োগ পদ খালি থাকায়, অসৎ উদ্দেশ্য ফের প্রায় দু’মাস আগে গোপনে কাউকে না জানিয়ে অবৈধভাবে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা চলছে। ইতিমধ্যে ডিজির প্রতিনিধিও নিয়োগ দেওয়া হয়েছে বলে শোনা গেছে। এই প্রতিষ্ঠানটিতে বারবার অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠানে এমন কর্মকান্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ভারপ্রাপ্ত সুপার রওশন জাহান এ প্রতিবেদককে বলেন, আমাকে ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তবে কখন কিভাবে দেওয়া হয়েছে তা আমি জানি না। জানতে চাইলে আমাকে একটি রেজুলেশন কপি দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব অর্পণ করা হল।
এ ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত সহকারী সুপার নাজমুল হাসান আনোয়ার এ প্রতিবেদকেকে বলেন, ম্যানেজিং কমিটি গঠনে সকলকে জানানো হয়েছে। আমি নিজেই সুপার প্রার্থী। তাই দ্বায়িত্ব ছেড়ে দেওয়ায় ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব সভাপতি আরেকজনকে দিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার এ প্রতিবেদকেকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মূলত এখন সকল নিয়োগ এনটিআরসিএ তে চলে গেছে। গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ অন্যান্য অভিযোগগুলো তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।