ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : বক্তব্য রাখেন জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মো. তরিকুল আলম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আখচাষিদের সাথে ২০২৫-২৬ রোপণ মৌসুমে আগাম আখচাষ বৃদ্ধি এবং ২০২৫-২৬ মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর, সোমবার জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষিদের ব্যানারে বেলতলী এলাকায় সাবেক কাউন্সিলর রনজু আহম্মেদের বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মো. তরিকুল আলম। তিনি বলেন, চিনিকল এলাকায় আগাম আখচাষ বৃদ্ধি এবং ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করতে হবে। একই সাথে বেশি বেশি আখ রোপণ করে মিলটির চিনি উৎপাদন বৃদ্ধি করতে হরেব।

জিল বাংলা চিনিকলের মহাব্যবস্হাপক (কৃষি) কাওছার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. রনজু আহম্মেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলা বাংলা চিনিকলের ডিজিএম (সিপি) মোস্তাফিজুর রহমান, ডিজিএম (সম্প্রসারণ) জহিরুল ইসলাম, এসএসিডিও খলিলুর রহমান, এসএসিপিও শাহীনুর আলম প্রমুখ। আখচাষি আলী আজাদ, আব্দুল খালেক, মজিবর রহমান, গোলাম মোস্তফা ও ফজলু মিয়া। সভা সঞ্চালনা করেন সাবজোন-এ প্রধান ও এএম (সম্প্রসারণ) মো. ওয়াহেদুর রহমান।

মতবিনিময় সভায় জিল বাংলা চিনিকল কর্তৃপক্ষ ছাড়াও শতাধিক আখচাষি অংশ নেন।

জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আখচাষিদের সাথে ২০২৫-২৬ রোপণ মৌসুমে আগাম আখচাষ বৃদ্ধি এবং ২০২৫-২৬ মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর, সোমবার জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষিদের ব্যানারে বেলতলী এলাকায় সাবেক কাউন্সিলর রনজু আহম্মেদের বাড়ির উঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মো. তরিকুল আলম। তিনি বলেন, চিনিকল এলাকায় আগাম আখচাষ বৃদ্ধি এবং ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করতে হবে। একই সাথে বেশি বেশি আখ রোপণ করে মিলটির চিনি উৎপাদন বৃদ্ধি করতে হরেব।

জিল বাংলা চিনিকলের মহাব্যবস্হাপক (কৃষি) কাওছার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. রনজু আহম্মেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলা বাংলা চিনিকলের ডিজিএম (সিপি) মোস্তাফিজুর রহমান, ডিজিএম (সম্প্রসারণ) জহিরুল ইসলাম, এসএসিডিও খলিলুর রহমান, এসএসিপিও শাহীনুর আলম প্রমুখ। আখচাষি আলী আজাদ, আব্দুল খালেক, মজিবর রহমান, গোলাম মোস্তফা ও ফজলু মিয়া। সভা সঞ্চালনা করেন সাবজোন-এ প্রধান ও এএম (সম্প্রসারণ) মো. ওয়াহেদুর রহমান।

মতবিনিময় সভায় জিল বাংলা চিনিকল কর্তৃপক্ষ ছাড়াও শতাধিক আখচাষি অংশ নেন।