হোক আমাদের অঙ্গিকার, শিল্পনগরী রাখব পরিষ্কার। শিল্পনগরী মালিক শ্রমিক ভাই ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতায় সবার সহযোগিতা চাই- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর বিসিক কার্যালয় ও বিসিক শিল্প মালিক মালিক সমিতি ৭ অক্টোবর, মঙ্গলবার বিসিক শিল্পনগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।
বিসিক শিল্পনগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি শাহরিয়ার আহমেদ খান। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিসিক জেলা কার্যালয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) সম্রাট আকবর ও জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিলনসহ বিভিন্ন কারখানার মালিক ও কর্মচারী অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এনডিসি শাহরিয়ার আহমেদ খান বলেন, আমরা যে সমাজে বসাবস করি। সেই সমাজের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এটা আমাদের ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে। জেলা প্রশাসকের মাধ্যমে আমরা বিভিন্ন সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশনা দিয়ে থাকি। সেই নির্দেশনার অংশ হিসেবে আজকে বিসিক শিল্প নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হচ্ছে। আমি আশা ব্যক্ত করছি এই অভিযান হচ্ছে সামনের দিনগুলোতে ময়লা, আবর্জনা নির্দিষ্ট স্থানে সবাই ফেলবে। প্রতিষ্ঠানের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাই সহযোগিতা করবেন।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















