জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর, শনিবার বিকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল। তিনি বলেন, জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি নিয়ে জনগণের পাশে থাকতে চায়।
মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাকের পার্টির সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মসরু, পৌর জাকের পার্টির সাধারণ সম্পাদক এশার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি কাউসারুল ইসলাম লালন।

জেলা ও উপজেলা জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
জনসভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের। মিছিল বালিজুড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।