জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কোয়ালিকান্দি বাজারে এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্বে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মৎস্য দপ্তরের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবীর, ময়মনসিংহ মৎস্য দপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক শেখ ফারজানা ইসলাম, জামালপুর জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান, মৎস্যজীবী প্রতিনিধি ইমান আলী মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর, শনিবার থেকে ২৫ অক্টোবর, শনিবার পর্যন্ত টানা ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় দেশের নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকার সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। মা ইলিশ রক্ষা করতে পারলেই আগামী প্রজন্মের জন্য ইলিশের প্রাচুর্য নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, মা ইলিশ রক্ষায় এটি শুধু সরকারের উদ্যোগ নয়। বরং সামাজিক আন্দোলন হওয়া প্রয়োজন। কারণ ইলিশ শুধু জাতীয় মাছ নয়। বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবিকার অন্যতম ভিত্তিও। তাই মা ইলিশ সংরক্ষণে সকল নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল হতে হবে।
সভায় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ দেড় শতাধিক মৎস্যজীবী অংশ নেন।