জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইজুর হোসেনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ২৭ সেপ্টেম্বর, শনিবার দিবাগত মাঝরাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইজুর হোসেন উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সবুজপাড়া গ্রামের মৃত আজমেশ আলীর ছেলে।
জানা গেছে, ২০০৪ সালে আইজুর হোসেন একই গ্রামের ঝালু শেখের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে। ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঝালু শেখ বাদী হয়ে আইজুর হোসেনকে আসামি করে তার কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর জেলা জজ মুহাম্মদ আব্দুর রহিম আইজুর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। গ্রেপ্তার আইজুর হোসেন এতদিন পলাতক ছিলেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের অভিযোগ সাজাপ্রাপ্ত আসামি আইজুর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ ছিল। ২৮ সেপ্টেম্বর, রবিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।