ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জিল বাংলা চিনি কলের এমডিকে বদলির দাবিতে আখচাষিদের বিক্ষোভ

দেওয়ানগঞ্জ : জিল বাংলা চিনি কলের এমডিকে বদলির দাবিতে আখচাষিদের বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর, শনিবার বিকালে জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষিদের ব্যানারে চিনি কলের অতিথি ভবনের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

চিনি কলের এক নম্বর ফটকের সামনে থেকে এমডির বদলির দাবিতে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল জিল বাংলা চিনি কলের অতিথি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন খড়মা গ্রামের আখচাষি ফজলুল হক, তেলীপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক, খানপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক খান, ভাটিপাড়া গ্রামের আখচাষি গোলাম মোস্তফা ও সাবেক পৌর কাউন্সিলর রনজু আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সাবেক কাউন্সিলর রনজু আহমেদ বলেন, জিল বাংলা চিনিকলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম একজন দুর্নীতিবাজ ও চাষিবিদ্বেষী ব্যক্তি। তিনি চাষিদের আখচাষে উৎসাহ না দিয়ে নিরুৎসাহিত করছেন। চাষিদের তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করেন। বিগত সময়ের এমডিরা আখচাষ বৃদ্ধির জন্য মাঠে কাজ করতেন। কিন্তু আমিনুল ইসলাম মাঠে কাজ করেন না। সব সময় তিনি আখচাষের অন্তরায় ভূমিকা পালন করছেন। তিনি বলে থাকেন যে চাষিরা আখচাষ করলে করুক, আর না করলে না করুক। তিনি সরকারি চাকরি করেন। সরকার তাকে বেতন-ভাতা দেবেন। এতে কারও কিছুই করার নেই।

খড়মা গ্রামের আখচাষি ফজলুল হক বলেন, এমডি আমিনুল ইসলাম বিভিন্ন কর্মচারী-কর্মকর্তাকে বেআইনিভাবে ব্যক্তিগত আক্রোশে অন্যত্র বদদি করেছেন। চাষিদের দাবি, তারা মিলটির জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। অনতিবিলম্বে তাদের এই মিলে পূর্বের অবস্থানে বহাল রাখতে হবে। এমডি আমিনুল ইসলাম সার কেলেঙ্কারির সাথে জড়িত আব্দুর রহিম ও সিডিএ সোহেল মাহবুবকে অন্যায়ভাবে প্রশ্রয় দিচ্ছেন। তাদের বাঁচানোর অপচেষ্টা ও অন্যায়ের বিচার না করে অন্যায়ের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন। তিনি এই মিলে এমডি হিসেবে থাকলে চাষিরা আখচাষ থেকে ফিরে দাঁড়াবেন বলেও হুমকি দেন চাষিরা। ২০২৫-২৬ মৌসুমেই এমডি আমিনুল ইসলামকে বদলির জোরালো দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

জিল বাংলা চিনি কলের এমডিকে বদলির দাবিতে আখচাষিদের বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর, শনিবার বিকালে জিল বাংলা চিনিকলের সর্বস্তরের আখচাষিদের ব্যানারে চিনি কলের অতিথি ভবনের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

চিনি কলের এক নম্বর ফটকের সামনে থেকে এমডির বদলির দাবিতে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল জিল বাংলা চিনি কলের অতিথি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন খড়মা গ্রামের আখচাষি ফজলুল হক, তেলীপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক, খানপাড়া গ্রামের আখচাষি আব্দুল খালেক খান, ভাটিপাড়া গ্রামের আখচাষি গোলাম মোস্তফা ও সাবেক পৌর কাউন্সিলর রনজু আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে সাবেক কাউন্সিলর রনজু আহমেদ বলেন, জিল বাংলা চিনিকলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম একজন দুর্নীতিবাজ ও চাষিবিদ্বেষী ব্যক্তি। তিনি চাষিদের আখচাষে উৎসাহ না দিয়ে নিরুৎসাহিত করছেন। চাষিদের তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করেন। বিগত সময়ের এমডিরা আখচাষ বৃদ্ধির জন্য মাঠে কাজ করতেন। কিন্তু আমিনুল ইসলাম মাঠে কাজ করেন না। সব সময় তিনি আখচাষের অন্তরায় ভূমিকা পালন করছেন। তিনি বলে থাকেন যে চাষিরা আখচাষ করলে করুক, আর না করলে না করুক। তিনি সরকারি চাকরি করেন। সরকার তাকে বেতন-ভাতা দেবেন। এতে কারও কিছুই করার নেই।

খড়মা গ্রামের আখচাষি ফজলুল হক বলেন, এমডি আমিনুল ইসলাম বিভিন্ন কর্মচারী-কর্মকর্তাকে বেআইনিভাবে ব্যক্তিগত আক্রোশে অন্যত্র বদদি করেছেন। চাষিদের দাবি, তারা মিলটির জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। অনতিবিলম্বে তাদের এই মিলে পূর্বের অবস্থানে বহাল রাখতে হবে। এমডি আমিনুল ইসলাম সার কেলেঙ্কারির সাথে জড়িত আব্দুর রহিম ও সিডিএ সোহেল মাহবুবকে অন্যায়ভাবে প্রশ্রয় দিচ্ছেন। তাদের বাঁচানোর অপচেষ্টা ও অন্যায়ের বিচার না করে অন্যায়ের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন। তিনি এই মিলে এমডি হিসেবে থাকলে চাষিরা আখচাষ থেকে ফিরে দাঁড়াবেন বলেও হুমকি দেন চাষিরা। ২০২৫-২৬ মৌসুমেই এমডি আমিনুল ইসলামকে বদলির জোরালো দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।