জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী শিশু হোসানুর রহমান (৩) মারা গেছে। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হোসানুর রহমান বিলেরপাড় গ্রামের শামীম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে দুপুরে শিশু হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনে একটি পুকুরে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির সামনের পুকুরে শিশু হোসানুরের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















