জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীর ভাঙনের কবল থেকে জামে মসজিদ ও ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
১৯ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামবাসী দশানী নদী সংলগ্ন জামে মসজিদ প্রাঙণে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মওলানা আবদুল মালেক, উজান কলকিহারা বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ শহিদুল্লাহ, আব্বাস আলী, নূর ইসলাম ও মোছা মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দশানী নদীর কড়াল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি। বসতভিটা ও ঘর বাড়ি। ১৫ দিনের তীব্র ভাঙনে আগ্রাসী রূপ ধারণ করেছে দশানী নদী। এই ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না জামে মসজিদ ও কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই আমরা মসজিদ ও ফসলি জমি রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর দাবি জানাচ্ছি। এ সময় তারা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।