ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালে সরিষাবাড়ীকে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ, মিছিল বকশীগঞ্জে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস শরিফপুরে ডাকাতির প্রস্তুতি, বিক্ষুব্ধ জনতার হাতে আটক ৬ মেলান্দহে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় ইসলামপুরে হামলা মামলার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন ৪ অক্টোবর তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এম. রশিদুজ্জামান মিল্লাত জামালপুর বিসিকে ৫ দিনব্যাপী উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু মেলান্দহে ২০৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেলান্দহে ২০৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার মাদক কারবারি দুলাল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার ৫০ টি ইয়াবা বড়িসহ আটক মাদক কারবারি দুলাল মিয়াকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় মেলান্দহ বাজারের ছাগলহাটির ইজারাদারের কার্যালয়ের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুলাল মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে।

পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে দুলালকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ছয় লাখ ১৫ হাজার টাকা। মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও পুলিশ সদস্য মো. সোহেল এ অভিযানে অংশ নেন।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বড়িগুলো মাহমুদপুর বাজারের নয়ন মন্ডলের ছেলে ফকরুলের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার দুলাল মিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

ফাইনালে সরিষাবাড়ীকে পরাজিত করে জামালপুর পৌরসভা চ্যাম্পিয়ন

মেলান্দহে ২০৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার ৫০ টি ইয়াবা বড়িসহ আটক মাদক কারবারি দুলাল মিয়াকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় মেলান্দহ বাজারের ছাগলহাটির ইজারাদারের কার্যালয়ের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুলাল মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে।

পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে দুলালকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ছয় লাখ ১৫ হাজার টাকা। মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও পুলিশ সদস্য মো. সোহেল এ অভিযানে অংশ নেন।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বড়িগুলো মাহমুদপুর বাজারের নয়ন মন্ডলের ছেলে ফকরুলের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তার দুলাল মিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।