‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উদ্যোগে দ্বিতীয় ব্যাচে জামালপুরে পাঁচদিনব্যাপী শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
১৪ সেপ্টেম্বর, রবিবার সকালে জামালপুর বিসিক কার্যালয়ে এ শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছেন ২৫ জন উদ্যােক্তা।
বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সম্রাট আকবরের সভাপতিত্বে শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। জামালপুর বিসিক কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়কারী মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় শিল্প উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক খান মিলন।

বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর বলেন, বাংলাদেশে যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে তারা কিন্তু হুট করে বড় কোম্পানির মালিক হয়ে যায়নি। তারাও একদিন এই বিসিকের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। আজ তারা ব্যবসা করে বাংলাদেশে প্রতিষ্ঠিত। হতাশ হওয়ার কিছু নেই। এক জায়গায় আসলে যেমন একটি বহুতল ভবনে উঠতে হলে প্রথমে একতলা। পরে দ্বিতীয়তলা। এরপর আস্তে আস্তে উপরে উঠা যায়।
তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন যে সরকার এই পাঁচদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আসলাম গেলাম শেষ। এই চিন্তা ভাবনা করে প্রশিক্ষণে সময় কাটালে সরকারের ক্ষতি। পাঁচদিন যা প্রশিক্ষণ দেওয়া হবে। তা আপনাকে শিখতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। তাই এই পাঁচদিন মনোযোগ দিয়ে প্রশিক্ষণে যা শিখানো হয় তা শিখে কাজে লাগতে পারলেই আপনি একজন ভাল ব্যবসা বা ভাল উদ্যােক্তা হতে পারবেন।
উদ্যােক্তা হযরত আলী হীরা বলেন, আমরা ছোট ব্যবসায়ী। আমাদের পুঁজি কম। যদি আমরা অল্প সুদে কোন ব্যাংক থেকে ঋণ পাই তাহলে ব্যবসা করা সম্ভব। তা নাহলে আমাদের মত অল্প পুঁজির ব্যবসায়ীরা বর্তমান যুগে কোন প্রকার ব্যবসা করা সম্ভব না।