বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জেলা বিএনপির চতুর্থবারেও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে জামালপুর সদর উপজেলা বিএনপি গণ-সংবর্ধনা দিয়েছে।
৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলী অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের সাড়ে চার হাজার নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। বিএনপির ৩৮ লাখ নেতা-কর্মীর নামে গায়েবি মামলা হয়েছে। গায়েবি মামলায় জেল-জরিমানার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়াসহ অনেক নেতা-কর্মী। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সর্বশেষ জুলাই- আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে হলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে। জনগণের স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত হবে। এছাড়াও জামালপুরের স্বপ্নকে পূরণ করতে হলে ধানের শীষকে বিজয় করতে হবে।
জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবুল, আব্দুস সামাদ সামা, হাফিজুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















