ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজ এর আয়োজনে জামালপুরের হস্তশিল্পের ব্যবসার সাথে যুক্ত নারী উদ্যোক্তাদের নিয়ে ২৪ আগস্ট, রবিবার ও ২৫ আগস্ট, সোমবার দু’দিনব্যাপী প্রশিক্ষণ জামালপুর শহরের মিয়াপাড়ায় ফেমাস ভবনে শুরু হয়েছে।
২৪ আগস্ট, রবিবার সকালে ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক লায়ন মির্জা মাসুদুর রহমানের সভাপতিত্বে এ প্রশিক্ষণ আয়োজনের উদ্বোধন করেন নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ডাক্তার জান্নাতুল ফেরদৌস ইভা। নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, উদ্যোক্তাদের মার্কেট ধরার বিষয়ে জানতে হবে। বিদেশে থাকার সুবাদে দেখেছি যে, বিদেশের ব্যবসায়ীরা কিভাবে তাদের পণ্যের মার্কেট ধরে। ভাষা শিক্ষা থেকে শুরু করে অনেক কৌশলী হয় তারা। তাদের কথা হল টাকা আয় করতেই হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ডিজিটাল প্লাটফরম বিশেষ করে ফেসবুক ব্যবহার করেও কিন্তু অনেকেই তাদের পণ্যের মার্কেট ধরছেন। অনেক টাকা আয় করছেন। বর্তমানে ফেসবুক ও ইউটিউব হয়ে গেছে বিজনেস প্লাটফরম। আর এগুলোর চাইতেও কিন্তু ভাল করছে ওয়েবসাইটের মাধ্যমে। উন্নত দেশে তারা ফেসবুকের চাইতে আরও অনেক নিরাপদে মার্কেটিং করছে তাদের ওয়েবসাইট ব্যবহার করে।

ডাক্তার জান্নাতুল ফেরদৌস ইভা বলেন, আর আমাদের ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিও নিজেদের ওয়েবসাইটভিত্তিক কার্যক্রম চালাবে। আমাদের এই কার্যক্রম কিন্তু সরকারের সাথে কানেক্টেড। সুতরাং এখানে ঋণের কোন ঝামেলা নেই। কোন কিছুরই ঝামেলা নেই। ওয়ান ইস্টু ওয়ান মানে সরাসরি ক্রেতা-বিক্রেতা কথা বলবে। ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, যারা ব্যবসা করেন তারা অবশ্যই জ্ঞানী। জ্ঞানী বলেই আপনারা ব্যবসা করছেন। আপনি মানুষের কাছ থেকে টাকা বের করতেছেন। এটা কিন্তু খুবই কঠিন কাজ। আপনারা আরও একটু কষ্ট করেন। আপনাদের আয় দ্বিগুণ থেকে তিনগুণে নিয়ে যাওয়ার কাজগুলো করে দিবে এই ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজ। আপনাদের দু’দিনের এই প্রশিক্ষণে আমাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা, ওয়েবসাইটে নিবন্ধনসহ অন্যান্য দরকারি নানান বিষয়ে ধারণা দেওয়া হবে। আপনাদের শিল্পপণ্যের ছবি, আপনাদের ব্যবসায়ী তথ্যসহ সবকিছুই ওয়েবসাইটে দেওয়া থাকবে। তিনি সবাইকে প্রশিক্ষণের বিষয়গুলো ভাল করে বুঝে ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের সাথে যুক্ত থেকে নিজেদের ব্যবসায় প্রসারের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
এ ছাড়াও অনুষ্ঠানের সভাপতি ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান, প্রশিক্ষণের উদ্বোধক নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলন, বিশেষ অতিথি জামালপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর তাদের বক্তব্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী মো. মোসলেহ উদ্দিন দিপু, নাসিব জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, নাসিব জেলা শাখার পরিচালক শামীমা বেগম চায়না ও জামালপুর জেলা ব্র্যান্ডিং কর্মকর্তা নাসিব জেলা কমিটির পরিচালক ইমতিয়াজ হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও উদ্যোক্তাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সুরাইয়া আক্তার ও নাসরিন জামান।
দু’দিন ব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের প্রধান নির্বাহীা মো. মোসলেহ উদ্দিন দিপু। ২৫ আগস্ট, সোমবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। জামালপুরের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।