শিল্পমন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষাণপ্রাপ্ত জামালপুর জেলার ৯০ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
জামালপুরে বিসিক শিল্পনগরীতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা কার্যালয়ে ২৫ আগস্ট, সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক ও ব্র্যান্ড অব বাংলাদেশ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মির্জা মাসুদুর রহমান, অনুষ্ঠানের সভাপতি নাসিব জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলন ও আমন্ত্রিত অতিথি জামালপুর বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক সম্রাট আকবর উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। এ সময় নাসিব জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সাইদা বেগম শ্যামা, পরিচালক শিলা আহামেদ, শামীমা বেগম রুবি ও ফরাস উদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ের অডিটোরিয়ামে ২৫ মে, রবিবার থেকে ২৯ মে, বৃহস্পতিবার পর্যন্ত উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। হস্তশিল্প পাটপণ্য, ব্লক বাটিক ও পার্লার- এই তিন বিষয়ে জামালপুর জেলার ৯০ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই প্রশিক্ষণ গ্রহণ করেন।