জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাহাড়ি লাল বালু পাচারের সময় একটি ড্রাম ট্রাকবোঝাই লাল বালু জব্দ এবং ট্রাকচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ১৮ আগস্ট, সোমবার দিবাগত গভীর রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার তেতুলতলা মোড়ে এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চেংটিমারি এলাকা থেকে অবৈধভাবে পাহাড়ের লাল বালু ট্রাকে করে জামালপুরের দিকে পাচার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে লাল বালুবোঝাই ড্রাম ট্রাকটি গতিরোধ করে থামিয়ে চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। ট্রাকে থাকা লাল বালুর আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। আটক রহুল আমীন ( ২১) শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে, মাহমুদ( ২১) অষ্টমীতলা পুলিশ লাইন্স এলাকার তোতা মিয়ার ছেলে, মুরাদ (৩০) বকশীগঞ্জের যদুরচর গ্রামের নুর ইসলামের ছেলে এবং হারুন অর রশিদ (৩৫) দেওয়ানগঞ্জের চেংটিমারি গ্রামের আবু তালেবের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে লাল বালুর ব্যবসার কোন সুযোগ নেই। লাল বালুবাহী একটি ড্রাম ট্রাক জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে জড়িত অভিযোগে ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে আসামিদের জামালপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।