গত বছরের জুলাই আন্দোলনে শহীদ হওয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার শহীদ ফজলুল হকের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতৃবৃন্দ। ১৬ জুলাই, বুধবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।
এনসিপি’র বকশীগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ বগারচর ইউনিয়নের টাংগারীপাড়া গ্রামে অবস্থিত শহীদ ফজলুল হকের কবর জিয়ারতে যান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন তারা। পরিবারের খোঁজখবরও নেন তারা।
কবর জিয়ারতে এনসিপির বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, শহীদ ফজলুল হকের বাবা শাহালম মিয়া, উপজেলা যুগ্মসমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্মসমন্বয়কারী এ ডি মোস্তাক আহাম্মেদ, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্মসমন্বয়কারী আজমাইন মণ্ডলসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় তারা শহীদ ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার আত্মত্যাগের কথা স্মরণ করেন। এছাড়াও জুলাই শহীদ দিবস উপলক্ষে এনসিপ’র উদ্যোগে উপজেলা মডেল মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।